kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

বিল গেটসকে শি’র ধন্যবাদ

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিল গেটসকে শি’র ধন্যবাদ

করোনাভাইরাস মোকাবেলায় ১০ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান ও ‘উদারতা’ প্রদর্শনের জন্য বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ কথা জানায়। এর আগে চলতি মাসের শুরুর দিকে বৈশ্বিক এ ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ১০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দেয় ফাউন্ডেশনটি। শির লেখা চিঠিকে উদ্ধৃত করে সিনহুয়া জানায়, ‘বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের নেওয়া উদ্যোগকে আমি স্বাগত জানাই। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনারা চীনের মানুষের প্রতি সংহতি জানিয়ে যে চিঠি পাঠিয়েছেন তারও প্রশংসা করছি।’ তিনি আরো বলেন, ‘ভাইরাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইয়ে চীন এ মুহূর্তে সংকটময় পরিস্থিতির মধ্যে আছে।’

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা