kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

ফ্রান্সে বন্ধ হচ্ছে পুরনো পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৪৩ বছরের পুরনো একটি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ করে দিতে গতকাল শনিবার থেকে কাজ শুরু করেছে ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা ইডিএফ। জার্মানি ও সুইজারল্যান্ড সীমান্তবর্তী রাইন নদীর তীরে ফ্রান্সের এ বিদ্যুেকন্দ্রটি অবস্থিত।

ইডিএফ জানায়, ফেজেঁহিম বিদ্যুেকন্দ্রটির দুটি পরমাণু চুল্লির মধ্যে প্রথমটি তারা গতকাল স্থানীয় সময় দুপুর ২টার দিকে বন্ধ করে দিয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে দ্বিতীয় চুল্লিটিও বন্ধ করে দেওয়া হবে। তবে চুল্লি দুটি সম্পূর্ণভাবে শীতল হতে এবং সেখান থেকে ব্যবহৃত জ্বালানি বের করে আনতে আরো কয়েক মাস সময় লেগে যেতে পারে। তারা আরো জানায়, সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালের গ্রীষ্মের মধ্যেই বিদ্যুেকন্দ্রটি থেকে জ্বালানি অপসারণের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ২০৪০ সালের শুরুর দিকে কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হবে।

২০১১ সালের প্রলয়ংকরী ভূমিকম্পের পর সুনামির আঘাতে বিপর্যয়ের মধ্যে পড়ে জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এর পর থেকেই পরমাণুবিরোধীরা ফ্রান্সের ফেজেঁহিম বিদ্যুেকন্দ্রটি বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা