kalerkantho

রবিবার। ২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৭ জুন ২০২০। ১৪ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

এএফপির পুরস্কার পেলেন কাশ্মীরের সাংবাদিক আহমের

কালের কণ্ঠ ডেস্ক   

২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএএফপির পুরস্কার পেলেন কাশ্মীরের সাংবাদিক আহমের

ভারতশাসিত কাশ্মীরের অবরুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করায় ২০১৯ সালের ‘এজেন্সে ফ্রান্স-প্রেস কেট ওয়েব’ পুরস্কার জিতেছেন ২৭ বছর বয়সী ফ্রিল্যান্স প্রতিবেদক আহমের খান। গতকাল বৃহস্পতিবার এ পুরস্কার ঘোষণা করা হয়। এশিয়ার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থানীয়ভাবে নিয়োগ করা সাংবাদিকদের কাজের ভিত্তিতে এএফপির একজন নামকরা সাংবাদিকের নামে এ পুরস্কারটি প্রবর্তন করা হয়। গত বছরের আগস্ট মাসে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত সরকার। এর পরে মুসলিম অধ্যুষিত অঞ্চলটির মানুষদের জীবনের ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা নিয়ে একের পর এক ভিডিও এবং প্রতিবেদন প্রকাশ করতে থাকেন আহমের। কাশ্মীরে সান্ধ্য আইন ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও আহমের শ্রীনগর ও অন্য শহরগুলোর মানুষদের মধ্যকার উত্তেজনা, উদ্বেগ এবং হতাশা নিজের ক্যামেরার বন্দি করেন। পরে তিনি কাশ্মীর থেকে দিল্লিতে উড়ে গিয়ে এবং আবার ফিরে এসে অঞ্চলটির অবস্থা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে শুরু করেন। এএফপির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ফিলিপ ম্যাসোননেট বলেন, ‘কাশ্মীর থেকে এই সময়ে প্রতিবেদন করা প্রতিষ্ঠিত বিদেশি সংবাদমাধ্যমগুলোর জন্য খুবই কঠিন একটি বিষয় ছিল। বিশেষ করে একজন স্বাধীন স্থানীয় সাংবাদিকের জন্য এই চ্যালেঞ্জের মাত্রা আরো বেশি ছিল। কিন্তু এটি আহমেরের কৃতিত্ব যখন আমাদের সেখানকার সংবাদের প্রয়োজন ছিল তিনি আমাদের তিনি নির্ভুল সংবাদ দিয়েছেন।’ এএফপি। 

মন্তব্যসাতদিনের সেরা