kalerkantho

শনিবার । ২১ চৈত্র ১৪২৬। ৪ এপ্রিল ২০২০। ৯ শাবান ১৪৪১

কারাগারে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

কালের কণ্ঠ ডেস্ক   

২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দণ্ডপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিয়ুং-বাকের সাজার মেয়াদ দুই বছর বাড়িয়ে ১৭ বছর করা হয়েছে। একই সঙ্গে ৭৮ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্টকে জেলে পাঠানো হয়েছে। গতকাল বুধবার শাস্তির মেয়াদ কমানোর জন্য আদালতে করা আপিলে হেরে যাওয়ার পর তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

লি-মিয়ুং ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এ সময় তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। ২০১৮ সালে সিউলের একটি আদালত সাবেক এই প্রেসিডেন্টকে ১৫ বছরের কারাদণ্ড এবং এক কোটি ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করেন। কিন্তু লি-মিয়ুং সে সময় সাজার বিরুদ্ধে আপিল করায় তাঁকে জামিন দেওয়া হয়। এ ছাড়া কর ফাঁকির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত স্যামসংয়ের চেয়ারম্যান লি কুন-হিকে ঘুষ গ্রহণের মাধ্যমে প্রেসিডেনশিয়াল ক্ষমা করাতেও লি-মিয়ুংকে দোষী সাব্যস্ত করা হয়। গতকাল বুধবার সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালতে শুনানি শেষে বিচারক লি-মিয়ুংয়ের সাজার মেয়াদ বাড়িয়ে দেন। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা