kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

রিকশাওয়ালার সঙ্গে সাক্ষাৎ মোদির

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরিকশাওয়ালার সঙ্গে সাক্ষাৎ মোদির

মেয়ের বিয়েতে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে কার্ড পাঠানো বেনারশের রিকশাওয়ালা মঙ্গল কেওয়াতের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদি।

গত রবিবার নিজের লোকসভা আসনে এক দিনের সফরে গিয়ে মোদি ওই রিকশাওয়ালার সঙ্গে দেখা করেন।

সাক্ষাৎপর্বে মঙ্গল ও তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী মোদি। তিনি স্বচ্ছ ভারত অভিযানে মঙ্গল কেওয়াতের অনবদ্য অবদানের কথাও স্মরণ করেন।

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বেনারশের এ রিকশাওয়ালা একাই নিজ গ্রামের গঙ্গার তীর পরিষ্কার করেছিলেন। তাঁর মেয়ের বিয়েতে অভিনন্দন জানিয়ে চিঠিও পাঠিয়েছিলেন মোদি। এ নিয়ে উচ্ছ্বসিতও ছিলেন মঙ্গল।

‘আমরা প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমি নিজে দিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ওই দাওয়াত দিয়ে আসি। ৮ ফেব্রুয়ারি আমরা প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে একটি অভিনন্দন পত্র পাই, যা আমাদের আনন্দিত করেছিল’, শনিবার বার্তা সংস্থা এএনআইকে মঙ্গল এমনটাই বলেছিলেন।

মোদির বারানশি সফরের সময়ে স্ত্রী রানু দেবীকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করারও ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

সূত্র : এনডিটিভি।

মন্তব্যসাতদিনের সেরা