kalerkantho

শুক্রবার । ২০ চৈত্র ১৪২৬। ৩ এপ্রিল ২০২০। ৮ শাবান ১৪৪১

সশস্ত্র হামলায় শিশুসহ নিহত ২২

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে গত শুক্রবার সশস্ত্র ব্যক্তিদের হামলায় শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। গতকাল সোমবার জাতিসংঘ এ কথা জানিয়েছে। এনতুম্বো গ্রামে ওই হামলায় নিহতদের অর্ধেকের বেশি শিশু এবং অনেককে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। ওই হামলার ঘটনার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি। ভয়াবহ এ ঘটনার পেছনে সেনাবাহিনীর হাত থাকতে পারে বলে দাবি করেছে একটি বিরোধী দল। তবে ক্যামেরুন সরকার বিরোধীদের এ দাবি প্রত্যাখ্যান করেছে। তিন বছর ধরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে এ অঞ্চলটিতে লড়াই করছে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা ওচার কর্মকর্তা জেমস নুনান বলেন, নিহতদের মধ্যে ১৪ জনই শিশু। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা