kalerkantho

শুক্রবার । ২০ চৈত্র ১৪২৬। ৩ এপ্রিল ২০২০। ৮ শাবান ১৪৪১

সংক্ষিপ্ত

বিক্ষোভ সরাতে মধ্যস্থতাকারী নিয়োগ

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিল্লির শাহিনবাগের বিক্ষোভকারীরা যাতে রাজধানীর অন্যতম ব্যস্ত ওই অঞ্চল ছেড়ে অন্য কোথাও গিয়ে অবস্থান বিক্ষোভ করে, সে ব্যাপারে কথা বলতে একজন আইনজীবী নিয়োগ করলেন দেশটির সুপ্রিম কোর্ট। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও জাতীয় নাগরিক নিবন্ধীকরণের (এনপিআর) প্রতিবাদে দুই মাসেরও বেশি সময় ধরে শাহিনবাগে বিক্ষোভ করছে অসংখ্য মানুষ। আদালতের মতে, ওই বিক্ষোভের ফলে প্রতিদিন যানজটের সমস্যায় ভুগছে দিল্লিবাসী। ওইভাবে একটি জনবহুল স্থান আটকে রেখে বিক্ষোভ সাধারণের পক্ষে যথেষ্ট অসুবিধাজনক। তাই শাহিনবাগের বিক্ষোভকারীরা যদি ওই স্থান ছেড়ে অন্য কোথাও উঠে গিয়ে বিক্ষোভ করে, তাহলে সবার পক্ষেই সুবিধা হয় বলে জানান শীর্ষ আদালত।

সূত্র : এনডিটিভি।

মন্তব্যসাতদিনের সেরা