kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

মিয়ানমার উপকূল থেকে আটক ৪৮ রোহিঙ্গা

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমিয়ানমার উপকূল থেকে প্রায় অর্ধশত রোহিঙ্গাকে আটক করেছে দেশটির নৌবাহিনী। গতকাল শুক্রবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান। আটককৃতরা নৌকায় চড়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার উদ্দেশে যাচ্ছিল। তবে কোথা থেকে তারা যাত্রা শুরু করেছিল, তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যার হাত থেকে বাঁচতে গত কয়েক বছরে লাখ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালায়। তাদের মধ্যে প্রায় ১০ লাখ বাংলাদেশের রোহিঙ্গা আশ্রয়শিবিরে আশ্রয় নেয়। বাকিরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চড়ে সাগরে পাড়ি দেয়। গ্রাম পর্যায়ের প্রশাসক মিন্ট থেইন গত বুধবার বিকেলে বার্তা সংস্থা এএফপিকে জানান, নারী ও শিশুসহ ৪৮ জন রোহিঙ্গাকে নৌবাহিনী আটক করেছে। এ সময় পাঁচজন ‘পাচারকারী’কেও আটক করা হয়। গতকাল সকালে আটককৃতদের মিয়ানমারের পাথেইন পুলিশ স্টেশনে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানা যায়নি। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা