kalerkantho

সোমবার । ৪ ফাল্গুন ১৪২৬ । ১৭ ফেব্রুয়ারি ২০২০। ২২ জমাদিউস সানি ১৪৪১

ইবোলা ভাইরাস

বৈশ্বিক জরুরি অবস্থার মেয়াদ বাড়ল

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ইবোলা ছড়িয়ে পড়ার করণে বিশ্বব্যাপী জারি করা জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। তবে রোগটি দ্রুত হ্রাস পেতে শুরু করাকে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গিব্রাইয়াসুস।

২০১৮ সালে কঙ্গোয় নতুন করে ইবোলা ছড়িয়ে পড়তে শুরু করে। বিশেষ করে দেশটির জঙ্গি নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে এ রোগের প্রভাব বেশি দেখা দেয়। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সেখানে দুই হাজার ৩০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

জেনেভায় গত বুধবার এক সংবাদ সম্মেলনে আধানম বলেন, ‘কঙ্গোর অস্থিতিশীল পূর্বাঞ্চলে যতক্ষণ পর্যন্ত ইবোলা আক্রান্ত একজন রোগীকে খুঁজে পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এটিকে মহামারি আকারে দেখা হবে।’ তিনি  জানান, ডাব্লিউএইচও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জরুরি কমিটির পরামর্শে আগামী তিন মাসের মধ্যে এই জরুরি অবস্থা উঠিয়ে নিতে পারে। এর আগে গত বছরের জুলাই মাসে ইবোলা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে এটিকে ‘বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট’ বলে ঘোষণা দেয় ডাব্লিউএইচও। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা