ইসরায়েলের নাগরিকরা সৌদি আরব সফর করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। গত সোমবার এক ঘোষণায় তিনি এ কথা জানান। তাঁর এ ঘোষণা এমন এক সময়ে এলো যার ঠিক এক দিন আগেই ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ধর্মীয় ও ব্যাবসায়িক কাজে ইসরায়েলের ইহুদি ও মুসলিম নাগরিকরা সৌদি আরবে যাওয়ার অধিকার রাখে।
সিএনএনকে এক সাক্ষাৎকারে বিন ফারহান জানান, এই মুহূর্তে সৌদি আরবে ইসরায়েলিদের স্বাগত জানানোর কোনো কারণ নেই। তিনি বলেন, ‘আমাদের নীতি একেবারে পরিষ্কার। আমাদের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। ঠিক একইভাবে ইসরায়েলি পাসপোর্টধারীরা সৌদি আরব সফরে আসতে পারবে না।’
সূত্র : এএফপি।
মন্তব্য