kalerkantho

শুক্রবার । ১ মাঘ ১৪২৭। ১৫ জানুয়ারি ২০২১। ১ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

‘ফিলিস্তিনিদের শেষ সুযোগ’

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইসরায়েল-ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজের সঙ্গে আলোচনা করেছেন। গতকাল সোমবার ট্রাম্প ওয়াশিংটনে ইসরায়েলের এই দুই নেতার সঙ্গে শান্তি প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন। অবশ্য ইসরায়েল-ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়ার বিষয়টি এরই মধ্যে ফিলিস্তিনিরা প্রত্যাখ্যান করেছে। তবে ট্রাম্পের প্রত্যাশা, ফিলিস্তিনিদের প্রত্যাখ্যান সত্ত্বেও একটা সম্ভাবনা রয়েছে।

গতকাল ট্রাম্প তাঁর ওভাল অফিসে ইসরায়েলের দুই নেতার সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘একটা সুযোগ রয়েছে। আমাদের বিশ্বাস, শেষ পর্যন্ত আমরা ফিলিস্তিনিদের সমর্থন পাব। এই পরিকল্পনাটি এমনই যে এটা তারাও চায়। পরিকল্পনাটি তাদের জন্য খুবই ভালো। প্রকৃতপক্ষে সব মিলিয়ে এটি তাদের জন্য ভালো একটি প্রস্তাব।’ সূত্র : এএফপি।

মন্তব্য