kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

জনসমক্ষে উনের ফুফু

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্বামীর মৃত্যুদণ্ড কার্যকরের ছয় বছর পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ফুফু কিম কিয়ং-হুইকে। গত রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত এক ছবিতে ৭৩ বছর বয়সী এ নারীকে পিয়ংইয়ংয়ের একটি থিয়েটারে সর্বোচ্চ নেতার সঙ্গে বসে নববর্ষ উদ্‌যাপন করতে দেখা গেছে। ২০১৩ সালে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগে কিম কিয়ং-হুইর স্বামী চ্যাং সং-থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করে পিয়ংইয়ং। এর পর থেকেই লোকচক্ষুর আড়ালে চলে যান কিয়ং-হুই। তিনি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাংয়ের মেয়ে এবং সাবেক নেতা কিম জং-ইলের বোন।

রবিবার কেসিএনএ প্রকাশিত ছবিতে পিয়ংইয়ংয়ের একটি থিয়েটারে উন এবং তাঁর স্ত্রী রি সোল জুর ঠিক পাসেই বসে থাকতে দেখা গেছে কিয়ং-হুইকে। সূত্র : বিবিসি।

মন্তব্য