kalerkantho

শনিবার । ১৬ ফাল্গুন ১৪২৬ । ২৯ ফেব্রুয়ারি ২০২০। ৪ রজব জমাদিউস সানি ১৪৪১

সংক্ষিপ্ত

সিনেটরদের সময় পার গেম খেলে-ঘুমিয়ে

কালের কণ্ঠ ডেস্ক   

২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসনযোগ্য কোনো অপরাধ করেননি— রিপাবলিকানদের এমন দাবি নস্যাৎ করে দিতে ডেমোক্র্যাট নেতা অ্যাডাম শিফ যখন তুমুল বক্তব্য দিতে ব্যস্ত, তখন সিনেটরদের কেউ কেউ গেমস খেলায় ব্যস্ত ছিলেন। কারো হাতে ছিল বই, কেউ আবার ঘুমিয়েই পড়েছিলেন। সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন গত বৃহস্পতিবারের চিত্র এমনই ছিল। এদিন হাউসের গোয়েন্দাবিষয়ক কমিটির প্রধান শিফ বেশ আবেগি বক্তব্য দেন। পাশাপাশি তিনি ট্রাম্পের বিরুদ্ধে অকাট্য যুক্তি-প্রমাণ উপস্থাপনে ব্যস্ত সময় কাটান। জর্জ ওয়াশিংটনের প্রেসিডেন্সি গ্রহণের পর থেকে ট্রাম্পের মতো করে কেউ ক্ষমতার অপব্যবহার করেননি বলে মন্তব্য করেন তিনি। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত ট্রাম্পের বিচারকাজ বর্তমানে উচ্চকক্ষ সিনেটে চলছে। এর অংশ হিসেবে ডেমোক্র্যাটরা গত বুধবার থেকে নিজেদের তথ্যপ্রমাণ ও যুক্তি উপস্থাপন করছে, যা গতকাল শুক্রবার শেষ হওয়ার কথা। গত বৃহস্পতিবার ডেমোক্র্যাট শিবির বেশ কিছু নতুন তথ্য ও যুক্তি সিনেটে উপস্থাপন করে।

অনেকে ডেমোক্র্যাটদের বক্তব্যের প্রতি মনোযোগই দেয়নি। শব্দজট ছাড়ানো, বই পড়া এমনকি কাউকে ফ্রিজেট স্পিনার নিয়ে খেলতেও দেখা গেছে। সূত্র: এএফপি, বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা