kalerkantho

বৃহস্পতিবার । ১৪ ফাল্গুন ১৪২৬ । ২৭ ফেব্রুয়ারি ২০২০। ২ রজব জমাদিউস সানি ১৪৪১

‘পড়তে বসো’

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘পড়তে বসো’

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মিউনিখ সুইডিশ পরিবেশবাদী কিশোরী গ্রেতা থুনবারিকে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তিনি ১৭ বছর বয়সী থুনবারিকে অর্থনীতি বিষয়ে পড়াশোনার উপদেশ দেন। দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতি ফোরামের বৈঠক শুরুর আগে যুক্তরাষ্ট্রের জলবায়ুনীতি নিয়ে থুনবারি ব্যাপক সমালোচনা করে। এ ছাড়া জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি তোলে সে। এ বিষয়ে স্টিভেন মিউনিখ বলেন, ‘কলেজে যাওয়ার পর অর্থনীতি বিষয়ে পড়াশোনা করে সে ফিরে আসতে পারে এবং সে কী শিখেছে তা আমাদের কাছে ব্যাখ্যা করবে।’ দাভোসে গত মঙ্গলবার ট্রাম্পের প্রশাসন ও থুনবারি পরোক্ষভাবে বিতর্কে জড়িয়ে পড়েছিল। তাদের মধ্যে যেন সরাসরি কোনো বিতর্ক তৈরি না হওয় সে ব্যাপারে কর্তৃপক্ষ সতর্ক ছিল। মঙ্গলবার ট্রাম্প যখন তাঁর বক্তব্য দিচ্ছিলেন তখন থুনবারি দর্শক আসনে বসে ছিল। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা