kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

চীনে রহস্যময় ভাইরাসে আরো একজনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীনের রহস্যময় ভাইরাসটি রাজধানী বেইজিংয়েও ছড়িয়ে পড়তে শুরু করেছে। ওই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে গতকাল সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে তিনজনের মৃত্যু হলো। নতুন চিহ্নিত ভাইরাসটির প্রথম সন্ধান পাওয়া যায় চীনের মধ্যাঞ্চলীয় শহর উহানে। ধারণা করা হচ্ছে, এ ভাইরাসের সঙ্গে ২০০২-০৩ সালে চীন ও হংকংয়ে ছড়িয়ে পড়া সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (সার্স) ভাইরাসের সংযোগ থাকতে পারে। ওই সময় সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৬৫০ জন মানুষের মৃত্যু হয়েছিল। স্থানীয় স্বাস্থ্য কমিশন জানায়, এক কোটি ১০ লাখ মানুষের শহর উহান। এখানে এ সপ্তাহে নতুন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরো ১৩৬ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। এর ফলে এখন পর্যন্ত চীনে আক্রান্ত রোগীর সংখ্যা ২০১ জনে গিয়ে দাঁড়াল। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা