kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত

মৃত্যুদণ্ডের ৭২ বছর পর নির্দোষ প্রমাণিত!

কালের কণ্ঠ ডেস্ক   

২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরকারের বিরুদ্ধে বিদ্রোহে সহযোগিতার অভিযোগে চ্যাং হোয়ান বংকে মৃত্যুদণ্ড দিয়েছিল দক্ষিণ কোরিয়ার সরকার। ১৯৪৮ সালে চ্যাংসহ অন্তত ৪৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। মৃত্যুর ৭২ বছর পর আদালতের রায়ে নির্দোষ ঘোষিত হলেন চ্যাং। গতকাল সোমবার দেশটির একটি আদালত রায়ে বলেন, ‘তাঁকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। বামপন্থী সেনা বিদ্রোহে সহযোগিতার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছিল, তার কোনো প্রমাণই ছিল না।’  ১৯৪৮ সালে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ইয়েওসু ও সানচেওন শহরে সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছিল দেশটির বামপন্থী সেনারা। তাঁদের সহযোগিতা করার অভিযোগ তুলে ওই সময় শত শত মানুষকে গ্রেপ্তার করে সরকার। ২৯ বছর বয়সী চ্যাং ছিলেন তাঁদেরই একজন। বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ওই সময় তাঁকেসহ আরো অন্তত ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। আর গ্রেপ্তারের মাত্র ২২ দিনের মাথায় মৃত্যুদণ্ড দেওয়া হয় প্রত্যেককে। সূত্র : এএফপি।

মন্তব্য