kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

সংক্ষিপ্ত

দাবানল নিয়ন্ত্রণে

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রায় তিন মাস ধরে চলা অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল অবশেষে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অল্প কিছু স্থানে এখনো আগুন না নিভলেও আর্দ্র আবহাওয়ার কারণে পরিস্থিতি এখন অনুকূলে। গতকাল সোমবার দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা এ তথ্য জানান। এদিকে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দীর্ঘ সময় ধরে চলমান খরা থেকে মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এ খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কয়েক মাস ধরে আগুনের সঙ্গে লড়ে পরিশ্রান্ত স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা। টানা পরিশ্রমে ক্লান্ত নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, সিডনির উত্তর-পশ্চিমের সীমান্ত অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে এসেছে। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা