kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

নেপালে বাস খাদে ১৪ জন নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনেপালের মধ্যাঞ্চলীয় সিন্ধুপালচক জেলায় গতকাল রবিবার সকালে বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। জেলা পুলিশ কার্যালয়ের মুখপাত্র গণেশ খানাল জানান, দুর্ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছে। দুজন হাসপাতালে মারা গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের মতে, বাসটি দোলাখার কালিংচক থেকে রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার পথে সানকোশির একটি সড়ক থেকে কয়েক শ মিটার নিচে পড়ে যায়। কালিংচক নেপালের একটি জনপ্রিয় ধর্মীয় ও পর্যটনকেন্দ্র। খানাল বলেন, ‘আমাদের হিসাবমতে, বাসে অন্তত ৩২ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। তবে তার সহকারী মারাত্মকভাবে আহত হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি। তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

প্রাথমিকভাবে চালকের অন্যমনস্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অতিরিক্ত যাত্রী বহন, দুর্বল সড়ক ব্যবস্থাপনাসহ নানা কারণে নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সূত্র: এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা