kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ১

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফিলিপাইনের দাভাও শহরের কাছে ৬.৮ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন, ভেঙে পড়েছে ঘরবাড়ি। যুক্তরাষ্ট্রে ভূতাত্ত্বিক জরিপ মতে, রবিবারের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের দাভাওয়ের ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা দেখা দেয়নি।

দাভাও দেল সুর প্রদেশের মাতানাও শহরের মেয়র ভিনসেন্ট ফার্নান্দেজ ফিলিপিনো ডিজেডএমএম রেডিওতে ভূমিকম্পে দেয়াল ধসে পড়ে ছয় বছরের এক শিশু মারা যাওয়ার খবর জানিয়েছেন। তিনি বলেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে অধিবাসীদের সহায়তায় কর্তৃপক্ষের খাবার, পানি, ত্রিপল ও কম্বল দরকার। কাছাকাছি একটি শহরের এক সরকারি তথ্য কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পে ১৪ জন সামান্য আহত হয়েছে। সরকারি অফিসসহ রাস্তাঘাট এবং অনেক ভবন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভূমিকম্পের সময় ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে শহরটিতে ছিলেন। তবে তাঁর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দুতার্তের মুখপাত্র। এর আগে এই অঞ্চলে গত অক্টোবরে চারটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। সেগুলোতে অন্তত ২০ জন নিহত হয়।

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা