kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

সংক্ষিপ্ত

ক্ষমা চাইল গ্রেটা

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘বিশ্বনেতাদের ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত’ বলে মন্তব্য করার পর ক্ষমা চেয়েছে জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ। ১৬ বছর বয়সী গ্রেটা গত শুক্রবার ইতালির তুরিনে জলবায়ুবিষয়ক এক সমাবেশে এ মন্তব্য করে। এই কিশোরীর দাবি, ভুল হয়েছে, তবে তা ইচ্ছাকৃত না। তার মাতৃভাষা সুইডিশে এই শব্দগুচ্ছের অর্থ দায়বদ্ধতা—এমন বোঝাতেই এ শব্দমালা সে ব্যবহার করে। কিন্তু ভাষান্তর করার সময় ভুল হয়ে গেছে। স্পেনের রাজধানী মাদ্রিদে জলবায়ুবিষয়ক সম্মেলন কপ২৫-এ যোগ দেওয়ার পর ইতালিতে জলবায়ুবিষয়ক সমাবেশে যোগ দিতে যায় গ্রেটা। সমাবেশে সে বলে, ‘বিশ্বনেতারা এখনো তাঁদের দায় এড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। কাজেই আমাদের উচিত তাঁদের ওপর চাপ দেওয়া অব্যাহত রাখা। আমাদের উচিত তাঁদের ফায়ারিং স্কোয়াডে পাঠানো। আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে অবশ্যই তাঁদের কাজ করতে হবে।’ তবে গত শনিবার এক টুইট বার্তায় গ্রেটা দাবি করে, সে ফায়ারিং স্কোয়াডে নেতাদের পাঠানোর কথা বলেনি। বরং এই শব্দগুচ্ছ তার মাতৃভাষায় অনুবাদ করলে দাঁড়ায় কাউকে দায়বদ্ধ করা। সেটিই বোঝাতে চেয়েছিল সে। গ্রেটা বলে, ‘এক ভাষা থেকে দ্বিতীয় ভাষায় গেলে এমনই হয়।’ সূত্র : বিবিসি। 

মন্তব্যসাতদিনের সেরা