kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

নাইজারে জঙ্গি হামলায় ৭১ সেনা নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাইজারের সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালিয়ে ৭১ জন সেনাসদস্যকে হত্যা করেছে জঙ্গিরা। গত মঙ্গলবার মালি সীমান্তের কাছে অবস্থিত ওই ক্যাম্পে হাজার হাজার জঙ্গিরা মর্টার ও শেল নিয়ে হামলা করে। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ২০১৫ সালে নাইজারের সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘাত শুরুর পর দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিভিশনে এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, হামলায় ৭১ জন সেনাসদস্য নিহত হয়েছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘হাজার হাজার সশস্ত্র সন্ত্রাসী ভারী অস্ত্র নিয়ে হামলা করে। সন্ত্রাসীদের সঙ্গে লড়াই তিন ঘণ্টা স্থায়ী হয়।’ হতাহত সম্পর্কে প্রথমদিকে একটি সূত্র ৬০ জন নিহতের কথা জানিয়েছিল। সূত্রটি আরো জানায়, সন্ত্রাসীরা মর্টার ও শেল নিয়ে হামলা চালায়। গোলা-বারুদ বিস্ফোরণ ও তেলের গুদামে বিস্ফোরণের কারণে হতাহতের সংখ্যা বেড়ে গেছে। সূত্র: এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা