kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

ফ্লোরিডার নৌঘাঁটিতে হামলা

যুক্তরাষ্ট্রে সৌদি সামরিক বাহিনীর প্রশিক্ষণ বন্ধ

কালের কণ্ঠ ডেস্ক   

১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসৌদি আরবের সামরিক বাহিনীর সদস্যদের হাতে-কলমে প্রশিক্ষণ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার এক ঘোষণায় দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ কথা জানায়। গত সপ্তাহে ফ্লোরিডার পেনসিকোলা নৌঘাঁটিতে বন্দুকধারীর গুলিতে তিন মার্কিন নাবিক নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। পেনসিকোলা নৌঘাঁটিতে হামলাকারীর নাম মোহাম্মদ সাইদ আল শামরানি। তিনি সৌদি বিমানবাহিনীর সদস্য। গত শুক্রবার হামলার সময় তিনিও পুলিশের পাল্টা গুলিতে নিহত হন। হামলার আগে টুইটারে দেওয়া এক বার্তায় হামলাকারী যুক্তরাষ্ট্রকে ‘শয়তানের জাতি’ হিসেবে অভিহিত করেন। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা