kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

‘প্রবীণদের পরামর্শ নিন’

কালের কণ্ঠ ডেস্ক   

১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘প্রবীণদের  পরামর্শ নিন’

নবীন নেতাদের প্রবীণদের কাছ থেকে পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার ৯৪ বছর বয়সী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বিশ্বের সবচেয়ে প্রবীণ ক্ষমতাসীন এ নেতা গতকাল মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী সান্না মারিনের উদ্দেশে এ আহ্বান জানান। ৩৪ বছর বয়সী মারিন বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকারপ্রধান। গতকালই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সাক্ষাৎকারে মাহাথির বলেন, ‘তরুণদের আদর্শবাদে আমাদের বিশ্বাস আছে ঠিকই, তবে প্রবীণদের অভিজ্ঞতার কথা বিবেচনা করে তাঁদের কাছ থেকে পরামর্শ নেওয়াটাও তরুণদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলেই দুয়ের সমন্বয় ঘটবে এবং সেটা ভালোই হবে।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্যসাতদিনের সেরা