kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

থানবার্গ ক্ষুব্ধ

কালের কণ্ঠ ডেস্ক   

৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজলবায়ুবিষয়ক সম্মেলন কপ-২৫-এ যোগ দেওয়ার জন্য লিসবনে যাত্রাবিরতি করেছিলেন পরিবেশবাদী কিশোরী গ্রেটা থানবার্গ। এ সময় তিনি অন্য তরুণদের সঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তাঁর বেশ বিরক্ত। যৌক্তিক কারণেই আমরা খুব হতাশ, রেগে আছি।’ গতকাল শুক্রবার মাদ্রিদে জলবায়ু নিয়ে এক প্রতিবাদ কর্মসূচিতে গ্রেটা থানবার্গের অংশ নেওয়ার কথা। গত সোমবার জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের মধ্য দিয়ে মাদ্রিদে জলবায়ু সম্মেলন শুরু হয়। তাঁর বক্তব্যে উষ্ণায়ন ঠেকাতে পদক্ষেপ নেওয়ার সময় ফুরিয়ে আসছে বলে অভিমত উঠে আসে। কপ-২৫-এর শুরুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘জলবায়ু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে সেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা