kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

আঞ্চলিক সম্মেলনের আমন্ত্রণ উনের প্রত্যাখ্যান

কালের কণ্ঠ ডেস্ক   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী সপ্তাহে অনুষ্ঠেয় দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতাদের সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ কথা জানায়। আগামী সোমবার থেকে দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসায়েতে আঞ্চলিক এ সম্মেলন শুরু হবে। এতে উন অংশ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন মুন। কেসিএনএ জানায়, সম্মেলনে যোগ দিতে মুনের কাছ থেকে আসা একটি চিঠি গত ৫ নভেম্বর হাতে পেয়েছেন উন। তবে ওই সম্মেলনে অংশগ্রহণের সম্ভাবনা তিনি প্রত্যাখ্যান করেছেন। এক নিবন্ধে কেসিএনএ অভিযোগ করে, শুধু দক্ষিণ কোরিয়ার কারণে দুই কোরিয়ার মধ্যে সই হওয়া চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওপর অতিমাত্রায় নির্ভরশীল দেশটির কারণে আন্ত সীমান্ত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা