kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

কিসিঞ্জার বললেন

বাণিজ্যযুদ্ধ না থামলে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে যুদ্ধ বাধতে পারে

কালের কণ্ঠ ডেস্ক   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাণিজ্যযুদ্ধ না থামলে  যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে যুদ্ধ বাধতে পারে

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছেন, চলমান বাণিজ্যযুদ্ধের লাগাম টানতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সশস্ত্র যুদ্ধ বাধতে পারে। গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করার দায়িত্বে থাকা কিসিঞ্জার বলেন, যদি দুই দেশের মধ্যে অনিয়মতান্ত্রিকভাবে বাণিজ্যযুদ্ধ চলতে থাকে, তাহলে এর ফল ভয়ানক হবে।

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপে যেমনটা হয়েছিল তার চেয়েও ফল খারাপ হবে। তুলনামূলক একটি ছোট সংকটের কারণে ওই সময় প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। অস্ত্রশস্ত্রের দিক দিয়ে বর্তমান সময় আগের চাইতে অনেক ভয়ংকর। কিসিঞ্জার বলেন, চীন একটি প্রধান অর্থনৈতিক দেশ। আমরাও অর্থনৈতিকভাবে শক্তিশালী। এ দুই দেশের দ্বন্দ্বের প্রভাব সারা বিশ্বেই পড়বে। যার ফলে মানবিক বিপর্যয় দেখা দেবে। দেড় বছর ধরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে। উদ্ভূত পরিস্থিতিতে একটি চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষ ধারাবাহিক সমঝোতায় বসেছে। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা