kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

ক্যালিফোর্নিয়ায় গুলি, নিহত ৪

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাড়ির পেছনের উঠানে ফুটবল খেলা দেখতে জড়ো হওয়া মানুষের ওপর এক ব্যক্তি গুলি ছুড়লে চারজন নিহত হয়। আহত হয় ছয়জন। গত রবিবার রাজ্যের ফ্রেসনো শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানায়, লস অ্যাঞ্জেলেসের ২০০ মাইল উত্তরের শহর ফ্রেসনোতে এক ব্যক্তি ফুটবল খেলা দেখতে জড়ো হওয়া ৩৫ জনের ওপর গুলি চালাচ্ছে বলে তারা খবর পায়। ফ্রেসনোর উপ-পুলিশপ্রধান মাইকেল রিড সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।’ হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে। আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো জানান, হতাহতদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে এবং সবাই পুরুষ।

মাইকেল রিড বলেন, ‘এই ঘটনার পেছনে কতজন জড়িত ছিল, তা স্পষ্ট নয়।’

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা