kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

সংক্ষিপ্ত

বিদেশে যাওয়ার অনুমতি পেলেন নওয়াজ

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিদেশে যাওয়ার অনুমতি পেলেন নওয়াজ

অবশেষে কোনো শর্ত ছাড়াই চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন পাকিস্তানের আদালত। গত শনিবার লাহোর হাইকোর্টের এক রায়ে বলা হয়, নওয়াজ চিকিৎসার জন্য চার সপ্তাহ দেশের বাইরে অবস্থান করতে পারবেন। শারীরিক অবস্থার উন্নতি না হলে এর চেয়েও বেশি সময় বিদেশে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে তাঁকে। গত সপ্তাহে নওয়াজের ভাই শেহবাজ শরিফ এক্সিট কন্ট্রোল লিস্ট (ইসিএল) থেকে নওয়াজের নাম প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় জবাবদিহি ব্যুরোতে (এনএবি) আবেদন করেন। ওই  আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। শেহবাজ বর্তমানে বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সভাপতি। আদালত তাঁকেও নওয়াজের সঙ্গে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন। তবে তাঁকে চার সপ্তাহের মধ্যে দেশে ফিরতে বলা হয়েছে। গত মাসে অসুস্থ নওয়াজ শরিফকে লাহোরের কট লাখপাত জেল থেকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় লাহোর ও ইসলামাবাদের দুটি আদালত ভিন্ন দুটি মামলায় তাঁকে জামিন দেন। জামিনে বের হয়ে আসার পর থেকেই নওয়াজের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজি করানোর চেষ্টা করে আসছিল ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একাংশ। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্যসাতদিনের সেরা