kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

ইরানে পেট্রলের দাম বাড়ায় বিক্ষোভ

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপেট্রলের দাম বাড়ানোর ঘোষণায় ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ। এ বিক্ষোভে এখন পর্যন্ত একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার এ তথ্য জানানো হয়। এর এক দিন আগে গত শুক্রবার রাতে অন্তত ৫০ শতাংশ পর্যন্ত পেট্রলের মূল্যবৃদ্ধি ও পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ার ঘোষণা দেয় দেশটির সরকার।

আইআরএনএ জানায়, এ ঘোষণার পরপরই ইরানের সিরজানে বিক্ষুব্ধ লোকজন একটি জ্বালানি গুদামে হামলা করে এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে বিক্ষোভ আবাদান, আহভাজ, বান্দার আব্বাস, বিরজান্দ, গাছসারান, খোরামশহর, মাহশহর, মাশাদ ও সিরাজ শহরে ছড়িয়ে পড়ে। তবে এসব বিক্ষোভকে ‘বিচ্ছিন্ন’ বলে অভিহিত করে আইআরএনএ জানায়, মধ্যরাত পর্যন্ত যানবাহন অবরোধ করে রাখার মধ্যেই বিক্ষোভ সীমাবদ্ধ ছিল। কিন্তু গতকাল একজন নিহত হওয়ার ঘটনা ঘটলে পরিস্থিতি খারাপের দিকে যায়। সিরজানের ভারপ্রাপ্ত গভর্নর মোহাম্মদ মাহমৌদাবাদি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা