kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

ক্যালিফোর্নিয়ায় স্কুলে সহপাঠীদের ওপর গুলি, নিহত ২

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক কিশোর তার জন্মদিনে স্কুলে ঢুকে সহপাঠীদের ওপর গুলি চালিয়েছে। এতে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে স্কুলের কার্যক্রম শুরুর কয়েক মিনিট আগে লস অ্যাঞ্জেলসের উত্তরে স্যান্টা ক্লারিটা শহরের সগাস হাই স্কুলে এ ঘটনা ঘটে। ১৬তম জন্মদিনে সহপাঠীদের ওপর হামলা চালানোর সময় ওই কিশোর নিজেও আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে আটক করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমগুলোতে সন্দেহভাজনের নাম নাথানিয়েল বেরহাউ বলা হয়েছে।

লস অ্যাঞ্জেলসের পুলিশ কর্মকর্তা অ্যালেক্স ভিলানুয়েভা জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ৩৮ মিনিটের দিকে প্রথম গুলির খবর পাওয়া যায়। কয়েক সেকেন্ডের মধ্যে একাধিক ফোন আসে। দুই মিনিটের ভেতরই ঘটনাস্থলে পুলিশের প্রথম ইউনিটটি পৌঁছায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। আহতদের মধ্যে সন্দেহভাজন ওই কিশোরও ছিল।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রটি একটি ০.৪৫ ক্যালিবারের আধা স্বয়ংক্রিয় পিস্তল। সন্দেহভাজন কিশোরের বাড়ির হদিস মিলেছে। প্রয়োজনীয় তল্লাশি চালাতে বাড়িটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

এদিকে হামলার ঘটনার পরপরই সগাস হাই স্কুলসহ আশপাশের বেশ কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা পর স্কুলগুলোর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

গত দুই দশকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুল-কলেজে গুলি ছোড়ার ঘটনায় প্রায় ৩০০ শিক্ষার্থী নিহত হয়েছে। সারা দেশে এসব হামলার জের ধরে বন্দুক হামলার সময় করণীয় সম্পর্কে সম্প্রতি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সূত্র : বিবিসি, এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা