kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

অভিজিেক ডি.লিট দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা প্রতিনিধি   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅভিজিেক ডি.লিট দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়

অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সম্মানসূচক ডি.লিট দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এ সম্মানে ভূষিত করা হবে বলে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ নোবেল জয়ের পর কলকাতায় আসেন। সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়। কথা বলার সময় কলকাতা বিশ্ববিদ্যালয় অভিজিেক ডি.লিট দিতে চায় বলে জানান উপাচার্য সোনালি চক্রবর্তী। তখন এ বিষয়ে সম্মতি দেন অভিজিৎ।

সোনালি চক্রবর্তী বলেন, ‘অভিজিৎ ২৮ জানুয়ারি কলকাতায় আসবেন বলে জানিয়েছেন। তাই আমরা ওই দিনটিক বেছে নিয়েছি। এখন সিনেট বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত করা হবে।’ 

প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী ও অভিজিৎ কলেজ জীবনের বন্ধু।

মন্তব্যসাতদিনের সেরা