kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

সংক্ষিপ্ত

প্রার্থিতার ‘চাপে’ আছেন হিলারি!

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রার্থিতার ‘চাপে’ আছেন হিলারি!

আগামী বছর হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে ‘প্রচণ্ড চাপে’ আছেন বলে জানিয়েছেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি। এর পরও আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি যুক্তরাষ্ট্রের সাবেক এই ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘অংশ নেব না, এমনটা কখনোই বলিনি।’ ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে হারাতে পারলে কেমন প্রেসিডেন্ট হতেন, এখন ‘সারাক্ষণই তাই ভাবেন’ বলে জানান ৭২ বছর বয়সী এ নারী। মেয়ে চেলসি ক্লিনটনের সঙ্গে যৌথভাবে লেখা ‘দ্য বুক অব গাটসি উইমেন’ বইয়ের প্রচারে যুক্তরাজ্যে গিয়েছিলেন হিলারি। সেখানে বিবিসি রেডিও ফাইভের লাইভ অনুষ্ঠানে এমা বারনেটের সঙ্গে কথোপকথনে হিলারিকে আগামী বছরের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জিজ্ঞেস করা হয়। উত্তরে তিনি বলেন, ‘আমি কেমন প্রেসিডেন্ট হতাম এবং আলাদা কী করতাম, যা আমার দেশ ও বিশ্বের কাছে গুরুত্ববহ হতো, সারাক্ষণই এসব ভাবি।’

সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা