kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

মুক্তি পেতে পারেন লুলা

কালের কণ্ঠ ডেস্ক   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুক্তি পেতে পারেন লুলা

ব্রাজিলের সর্বোচ্চ আদালতের দেওয়া একটি বিধানে সাবেক প্রেসিডেন্ট ইনাসিও লুলা দ্য সিলভা কারাগার থেকে মুক্তি পেতে পারেন। গত বৃহস্পতিবার আদালতে ৬-৫ ভোটে বিধানটি পাস হওয়ায় লুলার পাশাপাশি প্রায় পাঁচ হাজার কারাবন্দি মুক্তি পেতে পারেন। ব্রাজিলের সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত নিয়েছেন একজন অভিযুক্তকে তখনই কারাগারে নেওয়া যাবে, যখন উচ্চ আদালতে তাঁর সব আবেদন খারিজ হয়ে যাবে। আদালত এই বিধান আগেই চালু করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁদের প্রথম আবেদন ভোটাভুটিতে হেরে যায়। নতুন এই বিধানের পর লুলার আইনজীবী লুলার মুক্তির ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন। লুলার এক আইনজীবী বলেন, ‘আমরা এখনই সাবেক প্রেসিডেন্টের মুক্তি চাই। তিনি ভুল কিছু করেননি। তিনি রাজনীতির শিকার। সূত্র : এএফপি।

মন্তব্য