kalerkantho

মঙ্গলবার । ১২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৬  মে ২০২০। ২ শাওয়াল ১৪৪১

তথ্য দিয়েছেন বাগদাদির প্রথম স্ত্রী

কালের কণ্ঠ ডেস্ক   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগত বছর আটক হওয়ার পর ইসলামিক স্টেটের (আইএস) ‘অভ্যন্তরীণ কার্যকলাপ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য’ প্রকাশ করেছেন জঙ্গিগোষ্ঠীটির সাবেক প্রধান ও মার্কিন অভিযানে নিহত আবু বকর আল বাগদাদির এক স্ত্রী। গতকাল বৃহস্পতিবার তুরস্কের এক সরকারি কর্মকর্তা এ কথা জানান। এর আগে গত বুধবার তাঁকে আটক করার কথা প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, আটক হওয়ার পর বাগদাদির স্ত্রী নিজেকে রানিয়া মাহমুদ নামে পরিচয় দেয়। কিন্তু তাঁর আসল নাম আসমা ফাওজি মোহাম্মদ আল-কুবায়েসি। তিনি আইএস প্রধানের ‘প্রথম স্ত্রী’ বলে কর্মকর্তাদের জানিয়েছেন। কর্মকর্তা আরো জানান, গত বছর জুন মাসের শুরুর দিকে তুরস্কের হাতাই প্রদেশ থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে বাগদাদির মেয়ে লায়লা জবিরসহ ১০ জনকে আটক করা হয়। সূত্র : এএফপি।

 

মন্তব্যসাতদিনের সেরা