kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

ভেড়াটি মারা গেছে

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅস্ট্রেলিয়ায় ৪০ কেজিরও বেশি পশম নিয়ে বিশ্বরেকর্ড গড়া ক্রিস নামের অতিকায় সেই ভেড়াটি মারা গেছে। গায়ে অনেক বেশি পশমের কারণে মেরিনো জাতের এ ভেড়াটি ২০১৫ সালে বিশ্বের মনোযোগ কেড়েছিল। ক্রিসের দেহ থেকে ৪১ দশমিক ১ কেজি পশম সংগ্রহ করা হয়, যা পরে বিশ্বরেকর্ড গড়ে। মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের ‘লিটল ওক স্যাংকচুয়ারি’ ফার্ম জানিয়েছে, বয়স হয়ে যাওয়ায় স্বাভাবিক মৃত্যু হয়েছে ক্রিসের। ফার্মটি এক শোকবার্তায় বলে, ‘এই সুন্দর, বুদ্ধিমান ও বন্ধুসুলভ প্রাণীটিকে হারিয়ে আমরা শোকাহত।’ ক্রিসের বয়স ছিল ১০ বছর। মেরিনো ভেড়ার ক্ষেত্রে এটিই গড় আয়ু। ক্যানবেরার উপকণ্ঠে চার বছর আগে ভেড়াটির খোঁজ মেলার পর এটি ক্রিস নামেই পরিচিত হয়ে উঠেছিল। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা