kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

‘আমি অনেক খ্যাতিমান’

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্লোরিডার নিজ গলফ রিসোর্টে জি-৭ সম্মেলন আয়োজনে কোনো ব্যাবসায়িক উদ্দেশ্য ছিল না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার তিনি বলেছেন, তিনি এতই খ্যাতিমান যে আর নতুন করে তাঁর খ্যাতি অর্জন করার কিছু নেই। হোয়াইট হাউসে মন্ত্রিপরিষদের এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘অনেকেই বলছে, আপনি খ্যাতি অর্জন করতে চাইছেন। আপনাদের কি মনে হয় না, আমি যথেষ্ট খ্যাতি অর্জন করে ফেলেছি? আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে তাদের সবার চেয়ে বেশি খ্যাতি পেয়েছি।’ সম্প্রতি হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ২০২০ সালে শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেনের শীর্ষ সম্মেলনের ভেন্যু হবে প্রেসিডেন্টের ফ্লোরিডার গলফ রিসোর্ট। ওই বিবৃতির পরই ট্রাম্পের বিরুদ্ধে হোয়াইট হাউসকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের জোরালো অভিযোগ ওঠে। সমালোচনার মুখে শনিবার ওই পরিকল্পনা ত্যাগের কথা জানান ট্রাম্প।

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা