kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

ঝড়ের কবলে প্রিন্স উইলিয়াম দম্পতি

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলাহোরে একটি অনাথ আশ্রম, ক্যান্সার হাসপাতাল, বাদশাহি মসজিদ পরিদর্শন আর ক্রিকেট খেলে বৃহস্পতিবার ভালোই কেটেছিল পাকিস্তান সফরে থাকা ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেটের। ওই দিনই ইসলামাবাদে ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু মাঝ আকাশে ঝড়ের কবলে পড়ে সেদিন তাঁদের ইসলামাবাদে ফেরা হয়নি। রয়াল এয়ার ফোর্সের পাইলট দুবার চেষ্টা করে ইসলামাবাদে বিমান ল্যান্ড করাতে পারেননি। ফলে আবার ফিরতে হয়েছে লাহোরে। রাতও কাটাতে হয়েছে সেখানে। শুক্রবার সকালে তাঁরা ইসলামাবাদে ফিরেছেন। পাঁচ দিনের সফরে তাঁরা পাকিস্তানে এসেছিলেন। গতকাল ছিল শেষ দিন। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা