kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

ট্রাম্পের রিসোর্টে হবে জি-৭ বৈঠক

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ রিসোর্টে জি-৭-এর বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বছরের জুনে ফ্লোরিডার ন্যাশনাল ডোরাল মায়ামি গলফ রিসোর্টে বৈঠকটি হবে বলে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে। মায়ামি বিমানবন্দর থেকে ১৩ কিলোমিটার দূরে ৮০০ একরের এই রিসোর্টে পাঁচটি গলফ খেলার মাঠ, ৭০০টি হোটেল, একটি স্পা, সম্মেলনকক্ষ ও দোকানপাট রয়েছে। রিসোর্টটি জি-৭-এর ভেন্যু করার মাধ্যমে ট্রাম্প নিজের নাম জাহির করতে চাইছেন অনেকে এমন অভিযোগ করলেও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মিক মুলভানে সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘ট্রাম্প নিজেই একটি ব্র্যান্ড। এ জন্য আলাদা করে নাম জাহির করার প্রয়োজন পড়ে না তাঁর।’ আগামী বছরের ১০ থেকে ১২ জুন জি-৭ বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা