kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

মোটরবাইক থেকে পড়ে দুতার্তে আহত

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। গত বুধবার মালাকালাং প্রেসিডেন্ট প্যালেসের কম্পাউন্ডে মোটরসাইকেলে করে ঘুরে বেড়ানোর সময় তিনি দুর্ঘটনায় পড়েন। এতে তাঁর শরীরের বেশ কিছু জায়গায় হালকা আঘাতপ্রাপ্ত হয়। গতকাল বৃহস্পতিবার ৭৪ বছর বয়সী এ প্রেসিডেন্টের মুখপাত্র সালভাদর প্যানেলো এ কথা জানান। তিনি বলেন, ‘মোটরসাইকেল চালানো সময় প্রেসিডেন্টের পায়ের জুতা খুলে যায়। এ সময় চলন্ত মোটরসাইকেল থেকে জুতা তুলতে গিয়ে তিনি মাটিতে পড়ে যান। এতে প্রেসিডেন্টের কনুই ও হাঁটুতে সামান্য আঘাত লাগে।’ এদিকে দুতার্তের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিনেটর ক্রিস্টোফার ‘বং’ গো বলেন, প্রেসিডেন্ট ‘দুর্ঘটনায়’ পড়েছেন এবং তাঁর নিতম্বে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে বলে জানিয়েছিলেন। দুতার্তের বান্ধবীকে উদ্ধৃত করে প্যানেলো বলেন, প্রেসিডেন্ট বড় ধরনের আঘাত পাননি।

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা