kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

ফারুক আবদুল্লাহ গৃহবন্দি

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতের জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স (এনসি) দলের শীর্ষ নেতা ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে শ্রীনগরে গৃহবন্দি করা হয়েছে। গতকাল এ তথ্য জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। পাশাপাশি উপত্যকায় ফের এসএমএস পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

গতকাল পুলিশ জানায়, সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে তাঁর শ্রীনগরের বাসভবনে বন্দি করা হয়েছে। এর আগে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিরুদ্ধে প্রতিবাদরত ফারুকের মেয়ে সাফিয়া এবং এনসিপ্রধানের বোন সুরাইয়া আবদুল্লাহকে মঙ্গলবার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। গত আগস্ট মাস থেকেই গৃহবন্দি রয়েছেন ফারুকের ছেলে তথা আরেক সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও। উপত্যকায় নিরাপত্তা প্রশ্নে গত আগস্ট থেকেই গৃহবন্দি করা হয়েছে জম্মু ও কাশ্মীরের আরো এক সাবেক মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকেও। সেপ্টেম্বর মাসে তাঁর সঙ্গে দেখা করার জন্য মেহবুবাকন্যা ইলতিজাকে অনুমতি দেন সুপ্রিম কোর্ট। সূত্র : পিটিআই।

মন্তব্যসাতদিনের সেরা