kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

সেবা বন্ধ থাকলেও বিল পরিশোধে বাধ্যবাধকতা

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতশাসিত কাশ্মীরে গত সোমবার থেকে পোস্টপেইড মোবাইল ফোনের সংযোগ ফের চালু করা হয়েছে। তবে ৭০ দিনের বেশি সময়ের বিল বকেয়া থাকায় মোবাইল কম্পানিগুলো উপত্যকাটির বেশির ভাগ লোকের আউট-গোয়িং কল করার সুবিধা দিচ্ছে না। যদিও ওই সময় সরকার মোবাইল সেবা বন্ধ রেখেছিল। এদিকে গতকাল মঙ্গলবার সন্দেহভাজন জঙ্গিদের হামলায় এক ট্রাক ড্রাইভার নিহত হওয়ার পর ওই অঞ্চলটিতে মোবাইল ফোনে খুদে বার্তা আদান-প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে। কাশ্মীরের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মোবাইল কম্পানিগুলো কোনো সেবা না দিয়েই আমাদের কাছে বিল চাইছে। তারা বিল পরিশোধের জন্য ফোন দিচ্ছে। সরকার যে সময় এই অঞ্চলে ৭০ দিনের বেশি মোবাইল পরিষেবা বন্ধ করে রেখেছিল সে সময়ের বিল চাইছে তারা।’ গত ৫ আগস্ট ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত সরকার। এর পর থেকেই ওই অঞ্চলটিতে মেবাইল ফোন ও টেলিফোন সেবা বন্ধ ছিল। এ উপত্যকায় এখনো ইন্টারনেট সেনা বন্ধ রয়েছে। সূত্র : সিএনএন।

মন্তব্যসাতদিনের সেরা