kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতা

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজ্বালানি তেলে ভর্তুকি দেওয়া বন্ধ করা নিয়ে টানা দুই সপ্তাহ সরকারবিরোধী আন্দোলনের পর শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের নেতৃত্বে থাকা আদিবাসী নেতাদের সঙ্গে সমঝোতা হয়েছে ইকুয়েডর সরকারের। রবিবারের এ সমঝোতার ফলে দেশটিতে চলমান অস্থিতিশীল অবস্থার অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে। রবিবার এ নিয়ে ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনোর সঙ্গে আদিবাসী দলের নেতা জাইমে বার্গাসের চার ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানী কিটোতে অনুষ্ঠিত এ বৈঠক দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করে। পরে দুই পক্ষের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সমঝোতা অনুযায়ী সরকার জ্বালানি তেলে ভর্তুকি দেওয়া বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। ফলে সব ধরনের বিক্ষোভ ও আন্দোলনের এখানেই অবসান ঘটানো হলো। দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা এখন প্রতিজ্ঞাবদ্ধ।’

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা