kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

জয়ের পথে কাইস সাইয়িদ

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতিউনিশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোটে মিডিয়া মোগল হিসেবে পরিচিত নাবিল কারুইর চেয়ে এগিয়ে রয়েছেন রাজনীতির বাইরে থেকে আসা আইনের অধ্যাপক কাইস সাইয়িদ। দুটি সংস্থার বুথফেরত জরিপ থেকে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা হওয়ার কথা ছিল।

তিউনিশিয়ায় বিপ্লব-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পেক্ষাপটে কাইস সাইয়িদ প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন বলে জরিপে উঠে এসেছে। ৬১ বছর বয়সী সাবেক এ আইনের অধ্যাপক ৭২.৫ শতাংশ ভোট পেয়েছেন বলে রবিবার ইমরোদের প্রকাশিত জরিপে উঠে আসে। এ ছাড়া সিগমার জরিপে জানানো হয়েছে, কাইস সাইয়িদ ৭৬.৯ শতাংশ ভোট পেয়েছেন। যা কিনা কারুইর চেয়ে ৪০ পয়েন্ট বেশি।

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা