kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

প্রাণীর পশমের পণ্য নিষিদ্ধ

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে প্রাণীর পশম দিয়ে পণ্য উৎপাদন ও বাজারজাত নিষিদ্ধ করা হয়েছে। ফলে ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা ২০২৩ সাল থেকে আর প্রাণীর পশম ব্যবহার করে পোশাক, জুতা বা ব্যাগ তৈরি বা বেচাকেনা করতে পারবে না। যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে এ ধরনের ঘোষণা এই প্রথম। এ আইন ভাঙলে ৫০০ ডলার এবং দ্বিতীয়বার ভাঙলে এক হাজার ডলার জরিমানা গুনতে হবে। পাশাপাশি রাজ্যের গভর্নর গেভিন নিউসম সার্কাসের জন্য প্রাণীদের ব্যবহার করাও নিষিদ্ধ ঘোষণা করেছেন। তবে কুকুর, বিড়াল ও ঘোড়া এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ ছাড়া রোডেওর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা