kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

তোকারচুকের বই থাকলেই গাড়ি ভাড়া ফ্রি

কালের কণ্ঠ ডেস্ক   

১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতোকারচুকের বই থাকলেই গাড়ি ভাড়া ফ্রি

সাহিত্যে নোবেলজয়ী ওলগা তোকারচুকের যেকোনো বই বহনকারী যাত্রীদের সাপ্তাহিক ছুটির দিনে বিনা মূল্যে গণপরিবহনে যাতায়াতের সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় শহর রাসোয়াফ কর্তৃপক্ষ। নোবেল জয়ের আনন্দ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল শুক্রবার জানিয়েছে তারা। ওলগা তোকারচুক এ শহরেরই বাসিন্দা। সাহিত্যে অবদান রাখায় তাঁকে ২০১৮ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়। শহরের সিটি হল মুখপাত্র সেমিসোয়াফ গালেকি বলেন, ‘বৃহস্পতিবার ঠিক যে মুহূর্তে আমরা ওলগা তোকারচুকের নোবেল জয়ের খবর শুনেছি তখনই নিজেদের আনন্দ শহরটির বাসিন্দাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চেয়েছি। এ জন্য আগামী শনি-রবিবার জুড়ে ওলগা তোকারচুকের লেখা বই অথবা ই-বুক বহনকারী যাত্রীরা আমাদের শহরের ভেতরে সম্পূর্ণ বিনা মূল্যে গণপরিবহন ব্যবহারের সুযোগ পাবেন।’ সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা