kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

নির্বাচনী সমাবেশে ট্রাম্প

অভিশংসন তদন্তের দাঁতভাঙা জবাব দেবেন ভোটাররা

কালের কণ্ঠ ডেস্ক   

১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বিরুদ্ধে চলমান অভিশংসন তদন্তের বিষয়টাকে নির্বাচনী প্রচারে জোরালোভাবে কাজে লাগাচ্ছেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাররা ওই তদন্তের দাঁতভাঙা জবাব দেবেন বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনী জরিপ অবশ্য বলছে, ভোটাররা তাঁর অভিশংসনই চান।

গত বৃহস্পতিবার মিনেপলিস অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বিরুদ্ধে চলা অভিশংসন তদন্তের কড়া সমালোচনা করেন। তাঁর দাবি, ডেমোক্র্যাট শিবির মরিয়া হয়ে তাঁর বিরুদ্ধে তদন্তে নেমেছে। কিন্তু এ ‘অভিশংসন পাগলামি’ ব্যর্থ হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ‘ব্যালট বাক্সে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ পাবে, যা আগে কখনো দেখা যায়নি।’

নির্বাচনী জরিপ অবশ্য উল্টো কথা বলছে। সম্প্রতি পরিচালিত পাঁচ-ছয়টি জরিপের ফলাফলে দেখা গেছে, বেশির ভাগ আমেরিকান ট্রাম্পের বিরুদ্ধে চলমান অভিশংসন তদন্তকে সমর্থন করছে। ট্রাম্পঘেঁষা ফক্স নিউজ পরিচালিত জরিপেও একই চিত্র দেখা গেছে। সংবাদমাধ্যমটির গত বুধবারের জরিপের ফলাফলে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের ৫১ শতাংশ চায় ট্রাম্পকে অভিশংসিত করা হোক এবং তাঁকে পদচ্যুত করা হোক। অন্য ৪ শতাংশ মানুষ জানিয়েছে, তারা ট্রাম্পের অভিশংসন চায়, তবে তাঁকে পদচ্যুত করার পক্ষে তাদের মত নেই। সূত্র : এএফপি, টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্যসাতদিনের সেরা