সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১
দক্ষিণ মেক্সিকোতে এক শহরের মেয়রকে তাঁর অফিস থেকে টেনে বের করে, গাড়ির পেছনে বেঁধে সড়কে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ ১১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বন্দর নগরী লা মার্গারিটা শহরের মেয়র লুই এসক্যান্ডন হার্নান্দেজকে শেষ পর্যন্ত পুলিশ এসে মুক্ত করে। এই ঘটনায় তিনি সামান্য চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে। এসক্যান্ডনের বিরুদ্ধে অভিযোগ ছিল—নির্বাচনের আগে তিনি ওই অঞ্চলের একটি সড়ক মেরামত করার প্রতিশ্রুতি রক্ষা করেননি। এ কারণে স্থানীয় কৃষকরা তাঁর ওপর খুবই ক্ষুব্ধ ছিলেন। প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোক মেয়রকে তাঁর অফিস থেকে টেনে বের করছে এবং একটি গাড়ির পেছনে তাঁকে বেঁধে ফেলছে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না করায় জনতার এ ধরনের প্রকাশ্য শাস্তির বিধান বিরল এক ঘটনা। সূত্র : বিবিসি।
মন্তব্য