শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১
জার্মানির হ্যাল শহরের ইহুদি উপাসনালয় সিনাগগের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ‘অবহেলা’ ছিল বলে দাবি করেছে দেশটির একটি ইহুদিবাদী সংগঠন। গত বুধবার শহরটির একটি সিনাগগের বাইরে বন্দুকধারীর হামলায় এক নারীসহ দুজন নিহত হওয়ার এক দিন পর দ্য সেন্ট্রাল কাউন্সিল অব জিউস এ দাবি করল। কাউন্সিলটির পক্ষ থেকে জানানো হয়, ইহুদি ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র দিন ইওম কিপুর পালনের সময় হ্যাল শহরের সিনাগগে পুলিশের নিরাপত্তা না থাকার বিষয়টি খুবই ‘জঘন্য’ একটা ব্যাপার। সূত্র : বিবিসি।
মন্তব্য