kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি

ট্রাম্প ব্ল্যাকমেইল করতে চাননি

কালের কণ্ঠ ডেস্ক   

১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেট্রাম্প ব্ল্যাকমেইল করতে চাননি

ইউক্রেনের প্রেসিডেন্টে ভালোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত জুলাই মাসে টেলিফোনে কথা বলার সময় অথবা সেপ্টেম্বরে দ্বিপক্ষীয় বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ব্ল্যাকমেইল করতে চাননি। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

জেলেনস্কি জানান, ইউক্রেনের জন্য মার্কিন সেনাবাহিনীর সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে এ বিষয়টি তিনি ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার সময়ও জানতেন না। এ বিষয়টি তাঁকে প্রতিরক্ষামন্ত্রী অবহিত করেন। পরে পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বৈঠকের সময় তিনি সহায়তা বন্ধের বিষয়টি সম্পর্কে জানতে চান। তিনি আরো জানান, ট্রাম্পের সঙ্গে পরবর্তী বৈঠকের বিষয়ে কথা বলাই ছিল তাঁর ফোন দেওয়ার মূল উদ্দেশ্য। একই সঙ্গে তিনি ইউক্রেন বিষয়ে হোয়াইট হাউসকে বক্তব্য পরিবর্তনের আহ্বান জানান। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে ‘দুর্নীতি’ তদন্ত করতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিকে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। সূত্র : সিএনএন।

মন্তব্যসাতদিনের সেরা