kalerkantho

রবিবার । ২৬ জানুয়ারি ২০২০। ১২ মাঘ ১৪২৬। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১     

অর্থসংকটে কর্মীদের বেতন পরিশোধ নিয়ে ঝুঁকিতে জাতিসংঘ

কালের কণ্ঠ ডেস্ক   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানবাধিকার থেকে নিরস্ত্রীকরণ—সব ক্ষেত্রেই রয়েছে জাতিসংঘের কর্মকাণ্ড।  অথচ এই মাস পরেই সংস্থাটি অর্থসংকটে পড়তে যাচ্ছে। কর্মীদের বেতন পরিশোধ নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে।

যুক্তরাষ্ট্রসহ সদস্য দেশগুলো তাদের পাওনা পরিশোধ না করায় অর্থসংকটে পড়তে যাচ্ছে জাতিসংঘ। কোন কোন দেশ তাদের পাওনা পরিশোধ করেনি সে বিষয়ে প্রকাশ্যে কিছু না জানানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, ইরানসহ আরো কয়েকটি দেশ তাদের পাওনা পরিশোধ করেনি। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা